
ওশান নিউজ ডেস্ক : পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে, ওশান ব্লু
প্রপার্টি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ওশান ডেইরি (Ocean Dairy) সাফল্যের পথে আরও
এক ধাপ এগিয়ে যাচ্ছে।
রাজশাহীবাসীর জন্য নিয়ে আসছে একটি আনন্দের সংবাদ ওশান ডেইরি’র রাজশাহী শাখার পূর্ণাঙ্গ উৎপাদন ইউনিট ও শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বাদ জুমা।
উদ্বোধন অনুষ্ঠিত হবে রাজশাহীর নিজস্ব কারখানা প্রাঙ্গণে।
বিশুদ্ধ ও মানসম্মত দুগ্ধজাত পণ্য
উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে ওশান ডেইরি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তার ‘Best Quality Commitment’-এর
অঙ্গীকারে। নতুন এই শাখার মাধ্যমে রাজশাহীর ভোক্তারা এখন থেকে সরাসরি পেতে যাচ্ছেন
তাজা, নিরাপদ ও
বিশুদ্ধ দুগ্ধজাত পণ্য, ইনশাআল্লাহ।
কোম্পানির সম্মানিত সিনিয়র ভাইস
চেয়ারম্যান, নির্বাহী
পরিচালক, পরিচালকবৃন্দ
এবং সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য এই বিজ্ঞপ্তি প্রচার করা হলো।
ওশান ডেইরি পরিবার সকলের কাছে দোয়া ও
শুভকামনা কামনা করছে, যাতে এই
নতুন যাত্রা হয় সফল, আশীর্বাদময়
এবং দেশের দুগ্ধ শিল্পে একটি নতুন দিগন্তের সূচনা হয়ে দাঁড়ায়।